
বাংলাদেশের নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নব-নিযুক্ত প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ রবিবার ২৮ ডিসেম্বর, বিকাল সাড়ে ৩ টায়, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

এসময় উপস্তিত ছিলেন আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

