কম্বল নিয়ে আশ্রয়ণ প্রকল্পে ডিসি

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রাতের বেলায় আশ্রয়ণ প্রকল্পে ছুটে যান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাতে তিনি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দঅ গ্রামের আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র ৩৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।


বিজ্ঞাপন

কম্বল বিতরণ কার্যক্রমে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষেরা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “শীত মৌসুমে কেউ যেন কষ্ট না পায়, সে জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”


বিজ্ঞাপন

এর আগে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া রাতের বেলায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শীতে কষ্ট করতে থাকা মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এছাড়া খড়মপুর মাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০ কম্বল বিতরণ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *