বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Uncategorized কর্পোরেট সংবাদ খেলাধুলা জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান ‘শীর্ষক এই মেগা আর্ট ইভেন্টে ৫ হাজার ৮৭১ জন খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

বিশ্ববরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে গঠিত জুরিবোর্ড ১৪৩ জনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।
তিনটি ক্যাটাগরিতে ৩০ লাখ টাকার মোট ১৪৩টি পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ক্যাটাগরি ১- (তৃতীয় থেকে ষষ্ঠ) প্রথম হয়েছেন আরাত্রিকা বড়াল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তৃতীয় শ্রেণি।
দ্বিতীয় হয়ছেন রাইছা ইসলাম জেছি উত্তরা হাই স্কুল এন্ড কলেজ ষষ্ঠ শ্রেণি।


বিজ্ঞাপন

তৃতীয়ছেন সৌভিক সাহা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ষষ্ঠ শ্রেণি।
চতুর্থ হয়েছেন মাহরিন ইসলাম ওয়াইডাব্লিউসিএ গার্লস স্কুল চতুর্থ শ্রেণি। পঞ্চম সাবা ইসলাম বর্ণ এপিবিএন আদর্শ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণি।


বিজ্ঞাপন

দ্বিতীয় ক্যাটাগরিতে (সপ্তম থেকে দশম) প্রথম হয়েছেন সুপ্রভা সাহা নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ দশম শ্রেণি। দ্বিতীয় হয়েছেন মো. ইমরুল কায়েস রাফসান এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা নবম শ্রেণি। তৃতীয় হয়েছেন নাদিদ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি।

চতুর্থ হয়েছেন মাহিরুল বিনতে হক মিহিকা সাম্পান শিশু ও কিশোর সংগঠন অষ্টম শ্রেণি। পঞ্চম হয়েছেন জয়িতা দে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় অষ্টম শ্রেণি।

বিশেষ ক্যাটাগরি- বিশেষ চাহিদাসম্পন্ন, বিশেষ পুরস্কার পেয়েছেন মায়াস রাসদান এজাজ ভিশন গ্লোবাল স্কুল চতুর্থ শ্রেণি। সকল ক্যাটাগরিতে প্রতিযোগিতার ১ম পুরষ্কার ছিল ৩ লাখ, ২য় ২ লাখ, ৩ য় ১ লাখ, ৪ র্থ ৭০ হাজার, ৫ ম ৫০ হাজার টাকা।

স্কুলপর্যায়ে সর্ববৃহৎ চিত্রাঙ্কণ প্রতিযোগিতাটি গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৩০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), নবরাত্রি হলে (হল নম্বর-৪) পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জুরিবোর্ড প্রধান স্পেনের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত চিত্রশিল্পী গুরু মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

দেশের সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্র শিল্পী ড. ফরিদা জামান, কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজারের বেশি শিক্ষার্থী এতে নিবন্ধন করেছিল। দেশের দুই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়-১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান-এক ক্যানভাসে তুলে ধরেন খুদে শিল্পীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এবং ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে বসে তারা ছবি আঁকে।

প্রতিযোগিতায় জুরিবোর্ডের সদস্য ছিলেন লোকজ শিল্পের রূপকার আবদুস শাকুর শাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও অধ্যাপক ড. ফরিদা জামান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি, দ্বিতীয় ক্যাটাগরিতে সপ্তম থেকে দশম এবং তৃতীয় ক্যাটাগরিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *