নানা অনিয়মে ঔষধ কারখানার মালিককে ৮লাখ টাকা জরিমানা

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিবেদক : শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর,ঢাকা ও RAB 3 এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ড্রাগ ফেয়ার ফার্মাসিউটিক্যালস (ইউনানি) লিঃ, নেওয়াজ বাগ, খিলগাঁও, ঢাকা ঠিকানায় নানা ধরনের অনিয়ম পাওয়ায় ঔষধ আইন অনুযায়ী কারখানার মালিককে আট লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারখানাটিতে জি এম পি অনুযায়ী ঔষধ তৈরি না করার অপরাধে কারখানাটি সীলগালা করা হয়।অভিযানে সার্বিক সহোযোগিতায় ছিলেন জনাব পলাশ কুমার বসু,নির্বাহী বিচারক, RAB 3 এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকা এর কর্মকর্তা আব্দুল মালেক, রাজীব দাস ও কাজী ফরহাদ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 19 News Views