শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আ. রহমানের ইন্তেকাল

সারাদেশ

নিজস্ব সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। বৃহস্পতিবার ১২ জুন বিকাল ৫.৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমা নামাজ বাদ উপজেলার রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ মুক্তিযোদ্ধা গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আ. রহমান হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব সোলায়মান মিয়া, মহাসচিব সফিকুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্মের মূখপাত্র শামীম বিশ্বাস, শরণখোলা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী।


বিজ্ঞাপন
👁️ 6 News Views