নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

১টি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরি করতে দেখা যায়। উতপাদিত খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

👁️ 13 News Views
