নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ঢাকা মহানগরীর নাজিম উদ্দিন রোড সংলগ্ন এলাকায় অবস্হিত “আজোয়ান ড্রিংকিং ওয়াটার” এর পানি পিউরিফাইয়িং ও সরবরাহ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে পানি জীবানুমুক্তকরণের ইউভি ট্রিটমেন্ট প্লান্ট ব্যবহার ব্যতিত পানি জারে সংরক্ষণ করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।খাবার পানি বাজারজাতকরণে স্বচ্ছ জার ব্যবহারের নির্দেশনা থাকলেও নীলাভ জারের ব্যবহার লক্ষ্য করা যায়।এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত কর্মচারীদের স্বাস্হ্য সনদ, কারখানার উৎপাদন লাইসেন্স, ক্রয় বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় কর্তৃপক্ষকে পানি পিউরিফিকেশন মেশিন সচল রাখা, জীবানুমুক্ত করে পানি বাজারজাত করা, নীলাভ জার ব্যবহার না করা ও প্রসেস এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনসারি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্হিত থেকে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন