
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে “স্মৃতিসৌধে” পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলায় বিজয় দিবস-২০২৫ এর শুভ সূচনা করা হয়।

এ উপলক্ষ্যে সূর্য উঠার সাথে সাথে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপ ধ্বনি দেন। এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভোলাহাট প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ ভোলাহাট কমান্ড স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মহান শহীদ সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোআ করা হয়।
অতঃপর প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের একটি দল শহীদ মুক্তিযোদ্ধা কামালউদ্দিন হেনার কবর জিয়ারত করেন।

সকাল ৯ টায় পুলিশের একটি দলের কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ডিসপ্লে প্রদর্শিত হয়।

এরপর মুক্তিযোদ্ধাদের সংবোর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
