রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররা মাদক কেনা-বেচা ও সেবনের দায়ে অভিযুক্ত। রোববার (১০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (১১ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ১১২ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৩৭৭ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 5 News Views