বিএসটিআই জেলা অফিস কুমিল্লার অভিযান

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : সোমবার বিএসটিআই জেলা অফিস কুমিল্লা ও বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুর এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম‍্যমান আদালতে আজিজিয়া সুইটমিট এন্ড হোটেল, ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিট, জনতা সুইটমিট, হাজী আউয়াল সুইটস, ওয়ান স্টার সুইটস, মধ‍্যবাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানগুলো বিএসটিআই এর সিএম লাইসেন্স বিহীন বৈধভাবে ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রির অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বর্ণিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধ নিয়মিত মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম‍্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন মো: কামাল হোসাইন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রট আদালত, চাঁদপুর এবং মো: শাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার, সিএম ও মোঃ আনিছুর রহমান, পরিদর্শক, মেট, বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা।


বিজ্ঞাপন
👁️ 11 News Views