দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন সড়ক মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে রংপুর জেলা কার্যালয় হতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম চিলমারী উপজেলার গাবতলী থেকে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত ৫.৮ কিলোমিটার সড়ক মেরামতের কাজ খতিয়ে দেখে। দুদক টিমের পক্ষ থেকে চলমান কাজটির মান সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সুপারিশ প্রদান করা হয়। এলজিইডি কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ মান নিশ্চিত করেই রাস্তার কাজটি সমাপ্ত করা হবে মর্মে দুদক টিমকে আশ্বস্ত করা হয়। উপস্থিত এলাকাবাসী দুদকের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে। অভিযান শেষে টিম অভিযোগের বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত তথ্যাবলী বিশ্লেষণপূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।


বিজ্ঞাপন

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পের সড়ক নির্মাণের কাজে অনিয়মের মাধ্যমে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।

 

 

👁️ 5 News Views