লঙ্কান প্রিমিয়ার লিগ নিলামে সাকিব-তামিমসহ বাংলাদেশের ৭ ক্রিকেটার

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে ৩০ জুলাই থেকে। এই আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের ৭ ক্রিকেটার।


বিজ্ঞাপন

প্রথম আসরের মতো এবারও দেশ-বিদেশের নামিদামি সব তারকাকে নিয়ে লিগ আয়োজন করতে চায় ক্রিকেট শ্রীলঙ্কা। তাই দল সাজানোর কাজে লেগে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের জন্য নাম নিবন্ধন করা বাংলাদেশের ৭ ক্রিকেটার হলেন-সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং সৌম্য সরকার।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন নিকোলাস পুরান, উসমান খাজা, টেম্বা বাভুমা, জেমস ফকনার, মরনে মরকেল, রভম্যান পাওয়েল, ব্রেন্ডন টেলর, মোহাম্মদ ইরফান, রাইলি রুশো, মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, সন্দ্বীপ লামিচানের মতো টি-টোয়েন্টির পরিচিত মুখ। এছাড়া ভারতের পাঠান ভাতৃদ্বয়েরও (ইউসুফ পাঠান ও ইরফান পাঠান) খেলার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্টে।

যে দেশ থেকে যে বড় তারকাদের নাম নিবন্ধন হয়েছে-

বাংলাদেশ : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া : উসমান খাজা, বেন ডাঙ্ক, কলাম ফার্গুসন, বেন কাটিং, জেমস ফকনার।

ওয়েস্ট ইন্ডিজ : রভম্যান পাওয়েল, শেলডন কট্রেল, রায়াদ এমরিত, রবি রামপল, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন, জনসন চার্লস, নিকোলাস পুরান।

পাকিস্তান : হারিস সোহেল, ওয়াকাস মাসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, শান মাসুদ, আনোয়ার আলি, আমাদ বাট।

দক্ষিণ আফ্রিকা : রাইলি রুশো, ডেভিড উইজ, জন জন ট্রেভর স্মাটস, মরনে মরকেল, রসি ভ্যান ডার ডাসেন, কেশভ মহারাজ, তাবরেজ শামসি, হার্দাস ভিজয়েন।

আফগানিস্তান : আসঘর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, কায়েস আহমেদ।