মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিংপ্রবিধানমালা

বানিজ্য

নিজস্ব প্রতিনিধি : লেবেলে নিম্নবর্ণিত তথ্যাদি( বাংলা ভাষা অবশ্যই থাকবে, বাংলার পাশাপাশি এক বা একাধিক বিদেশি ভাষাও ব্যবহার করা যাবে) সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে-


বিজ্ঞাপন

১। উৎপাদক,মোড়কজাতকারী,সরবরাহকারী বা বাজারজাতকারীর নাম ও ঠিকনা;
২। খাদ্য উপাদান বা উপকরণের ধরন ও নাম;
৩। ব্যাচ, কোড বা লট নম্বর;
৪।নেট ওজন বা আয়তন বা সংখ্যা ও মোট ওজন;
৫।উৎপাদনের তারিখ (Date of Manufacture);
৬।মোড়কীকরণের তারিখ (Date of Packaging) ;
৭। মেয়াদ উত্তীর্ণের তারিখ(Expiry Date) বা ব্যবহারের সর্বশেষ তারিখ( Use by Date);
৮। উত্তম ভোগের সর্বোচ্চ তারিখ (Best Before Date);
৯।পুষ্টিগত তথ্যাবলি;
৮।খাদ্য -সংযোজন দ্রব্য;
৯। নির্দেশনা ব্যতীত খাদ্য বা খাদ্যপণ্যের সঠিক ব্যবহার করা সম্ভব না হলে,উহার ব্যবহার নির্দেশনা।