শরীয়তপুরে করোনা নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা নিতে ভিডিও কনফারেন্স

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের ইউনিটের অফিসারদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা ও নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ৮ জুলাই বিকাল ৫ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গন হতে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান মহোদয় শরীয়তপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের ইউনিটের অফিসারদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা ও সার্বিক আইন-শৃঙ্খলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর, তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুরসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, সকল থানার বিট অফিসার, সহকারী বিট অফিসার এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 23 News Views