অভিভাবক হারিয়ে শোকে কাতর তবুও থেমে নেই মানব সেবা

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : গতকাল ভোর ৪ টা ২৭ মিনিটে ব্রেন স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক হটলাইন টিমের সমন্বয়ক মো. ফজলুর রহমানের অভিভাবক, সেজো বোনের স্বামী নুরুজ্জামান বিশ্বাস।
মাত্র ১১ বছর বয়সে জন্মদাতা পিতাকে হারিয়ে দিশেহারা কিশোর ফজলুর রহমানের হাতটা শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসেন সেজো বোনের স্বামী নুরুজ্জামান বিশ্বাস। বিন্দুমাত্র অবহেলা করেননি কখনো, পিতৃস্নেহে বড় করেছেন, যখন যা প্রয়োজন হয়েছে তার থেকেও বেশীকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, কখনো বুঝতে দেননি পিতার অভাব।
সেই প্রিয় অভিভাবক গতকাল ভোরে চিরবিদায় নিলে দুপুরে নিজ হাতে দাফন কাফন শেষে পাহাড়সম কষ্ট বুকে চেপে রেখে স্বামীহারা বোন, বৃদ্ধ মা ও শোকে কাতর পুরা পরিবারের পাশে না থেকে প্রতিদিনের ন্যায় অসুস্থদের চিকিৎসা ব্যবস্থা, অভুক্তদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ করোনা আক্রান্ত ব্যাক্তির শ্বাসকষ্ট দেখা দিলে মধ্যরাতে জরুরী অক্সিজেন নিয়ে ছুটে যান মানবিক যুবলীগের দৃষ্টান্ত মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. ফজলুর রহমান।


বিজ্ঞাপন
👁️ 6 News Views