রেলপথ মন্ত্রীর পদ্মা সেতু জাজিরা প্রান্ত পরিদর্শন

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতু জাজিরা প্রান্তের ভায়াডাক্ট-৩ অংশে ব্যালাস্টলেস ট্র্যাক কাজের শুভ উদ্বোধন ও রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর শরীয়তপুরে পদ্মা সেতু জাজিরা প্রান্তের ভায়াডাক্ট-৩ অংশে ব্যালাস্টলেস ট্র্যাক কাজের শুভ উদ্বোধন ও রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি, মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এছাড়া শরীয়তপুরে আগমনে মন্ত্রী কে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাহিদ হাসান, ব্রিগেডিয়ার জেনারেল, মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সেনা বাহিনীসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শনে সহযোগিতা করেন।