নেত্রকোণায় ২৫,২৭,৮০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৩ সেপ্টেম্বর দুপুর ১ টার সময় বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বারমারী বিওপি‘র জেসিও-৮৪৩৮ নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।


বিজ্ঞাপন

উক্ত তথ্য অনুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মাথায় করে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভারতীয় আলিশা শাড়ী-১১৯ পিস এবং ভারতীয় সায়মন কাতান শাড়ী-২০৭ পিস জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য-২৫,২৭,৮০০/-(পঁচিশ লক্ষ সাতাশ হাজার আটশত) টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।