চট্টগ্রামে ১৬৯১ টি সরকারি বইসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর/পশ্চিম) বিভাগের অভিযানে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন শ্রেনীর ১৬৯১ টি পাঠ্যপুস্তক সহ ১ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মহানগর গোয়েন্দা (বন্দর/পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) নোবেল চাকমা, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার মুঃ শরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে স্পেশাল টিম কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর ৯ টা ৫৫ মিনিটে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন শ্রেনীর ১৬৯১ টি পাঠ্যপুস্তক সহ মিজানুর রহমান (৪৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

👁️ 6 News Views