রাজধানীর পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু ১০ ও ১১ আগস্ট

জাতীয় জীবন-যাপন ঢাকা

নিজস্ব প্রতিবেদক : ঈদ উল আজহা উপলক্ষে এলাকাভেদে আগামী ১০ ও ১১ আগস্ট থেকে বন্ধ থাকবে দেশের তৈরি পোশাক কারখানা।
পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদ উদযাপন উপলক্ষে টঙ্গী, পুবাইল, বোর্ডবাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোণাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, মৌচাক, কালিগঞ্জ, শ্রীপুর, মাওনা, মীরের বাজার ও ভালুকা এলাকার পোশাক কারখানাগুলোতে ঈদের আগে শেষ কর্মদিবস হবে ৯ আগস্ট। এরপর ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে ওই এলাকার কারখানা।
এছাড়া, আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ, মানিকগঞ্জ এলাকার কারখানাগুলো আগামী ১১ আগস্ট থেকে বন্ধ থাকবে ১৮ আগস্ট পর্যন্ত। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোন কারখানা ইচ্ছা করলে এর আগেও ঈদের ছুটি দিতে পারবে।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *