যশোরে ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিল এবং ১টি পিকআপ সহ ৪ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

সুমন হোসেন (যশোর) ঃ গতকাল বৃহস্পতিবার ২১ এপ্রিল ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ১১ টা ৪৫ মিনিটের সময় ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মাগুরা গ্রামস্থ অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠের উত্তর পশ্চিম পার্শ্বে থেকে ৪ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ ইয়ান নবি (৪৫), পিতা-মৃত ফজলে করিম মল্লিক, সাং-রঘুনাথপুর পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, মোঃ আব্দুল কাদের (৬২), পিতা-মৃত কওছার আলী দফাদার, মাতা-আয়েশা বেগম, সাং-কাশিপুর দক্ষিনপাড়া, থানা-মনিরামপুর, মোঃ শাওন (২৫), পিতা-নুর ইসলাম বাবু, মাতা-রাবেয়া খাতুন, সাং-কাউরিয়া রাজাপুর, থানা-ঝিকরগাছা,এবং মোঃ বাদশা বিশ্বাস (৬০), পিতা-মৃত আব্দুল মিয়া, সাং-ডহর মাগুরা, থানা-ঝিকরগাছা, সর্ব জেলা-যশোর। এ সময় গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল এবং ১টি পিকআপ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৫,২০,০০০ টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।


বিজ্ঞাপন
👁️ 7 News Views