জাকির হোসেন রনি’র অবদান,পরিশ্রম, এ ত্যাগ বিসিডিএস বৃথা যেতে দেবেনা

Uncategorized অন্যান্য


বিশেষ প্রতিবেদনঃ!! টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাটুরিয়া
জাকির হোসেন রনি আছেন সকল কেমিষ্টের হৃদ স্পন্দনে!! জাকির হোসেন রনি’র অবদান, পরিশ্রম, এ ত্যাগ বিসিডিএস বৃথা যেতে দেবেনা, টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাটুরিয়া জাকির হোসেন রনি আছেন সকল কেমিষ্টের হৃদ স্পন্দনে। তিনি স্বৈরাচার হটাও বিসিডিএস বাঁচাও আন্দোলনে রাজপথের একজন অপ্রতিরোধ্য যোদ্ধা ।

দুর্নীতিবাজ সাদেকুর রহমানের সকল অন্যায়ের বিরুদ্ধে দেশের প্রতিকূল পরিবেশের মধ্যেও হাজারো কেমিষ্ট নিয়ে রাজপথে মানববন্ধন সহ শক্ত অবস্থান ।

দেশের সকল কেমিষ্টদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিসিডিএস এর কিছু কুলাঙ্গার, ষড়যন্ত্রকারীদের করা ২০ টি মামলা প্রতিহত করতে পরিবার ,ব্যবসা রেখে খাওয়া দাওয়া ঠিকমত না করে দিনের পর দিন কখনও নিম্ন আদালত , কখনও উচ্চ আদালত আবার কখনও মন্ত্রণালয়ে অবস্থান নেন ।

দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সকল হামলা মামলা মোকাবেলা করে দেশের সকল বিসিডিএস এর নেতাদের সাথে যোগাযোগ করে কেমিষ্টদের কাছে একটি সুন্দর ও সুষ্ঠ কেন্দ্রীয় নির্বাচন উপহার দেওয়া ।

পরিশেষে প্যানেল প্রধান
মো: শাহজালাল বাচ্চু’র কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন পরিচালনা করে তার একান্ত সান্নিধ্যে থেকেও নিজে কোন পদ পদবী না নিয়ে অন্য পরিচালকদের ত্যাগ স্বীকার করা এ যেন এক মহানুভবতা এবং বিসিডিএস এর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত ।


বিজ্ঞাপন
👁️ 6 News Views