নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও কর্মক্ষেত্রে এর যথাযথ প্রতিফলনের মাধ্যমে সহজে এবং দ্রুততম সময়ে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের কে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়।
গতকাল বুধবার নিরাপদ খাদ্য কর্তৃৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠেয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।


বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারিয়া আজাদ, রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ লোকমান হোসেন এবং হিসাব রক্ষক ইফফাতুর রহমান।
এছাড়া ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) পুরস্কার প্রদান করা হয় কর্তৃপক্ষের তিন কর্মকর্তাকে। তাঁরা হলেন সহকারী পরিচালক আসমা উল হোসনা, সিলেট জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন এবং ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার আফিফা ছিদ্দিকা।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *