বরুণ ধাওয়ানের শুটিং সেটে আগুন

এইমাত্র বিনোদন বিবিধ

বিনোদন প্রতিবেদক : গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’ নির্মিত হয়েছিল ১৯৯৫ সালে। ছবিটির পরিচালক ছিলেন বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। প্রায় ২৫ বছর পর এই ছবিটির রিমেক তৈরি হতে যাচ্ছে। গোবিন্দ আর কারিশমা কাপুরের পরিবর্তে রিমেক ছবিতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খান। রিমেক ছবিটিও পরিচালনা করবেন ডেভিড ধাওয়ান।


বিজ্ঞাপন

ব্যাংককে ছবির প্রথম পর্যায়ের শুটিং শেষে গত মঙ্গলবার মুম্বাইয়ের গোরেগাঁও শহরতলির ফিল্মিস্তানের ৩ নম্বর স্টুডিওতে চলছিল ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকের শুটিং। তখন স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে বাজে রাত ১টা। হঠাৎ-ই শুটিং সেটে আগুন লেগে যায়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ হিসেবে বলা হচ্ছে শর্ট সার্কিট।

তবে অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। আর ছবির শুটিং মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ শেষ হয়ে যাওয়ায় ছবির কলাকুশলীরা কেউ সেই সময় সেটে ছিলেন না।


বিজ্ঞাপন

২০২০ সালের মে মাসে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *