মৃত্যুর আগে জাতিসংঘ মিশনে নিহত জসিম নিজ সন্তানের দায়িত্ব ভাইকে দেন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ মৃত্যুর আগে জাতিসংঘ মিশনে নিহত জসিম নিজ সন্তানের দায়িত্ব ভাইকে দেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

“”নিজের মেয়ের মতো আমার দুই ছেলেও তোমার সন্তান। তুমিই তাদেরকে দেখে রাখবে। আমাকে যেভাবে বড় করে তুলেছো সেভাবেই তাদেরকে বড় করে তুলবে। মানুষ করে তুলবে”” সোমবার রাতে ভাই মো. জুলহাস মিয়াকে ফোনে কথাগুলো বলেছিলেন সেনা সদস্য মো. জসিম মিয়া।

এর পরেই শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় IED বিস্ফোরণে আহত হয়ে মারা যান জসিম।
নিহত জসিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা মো. নূরু মিয়ার ছেলে।
জসিমরা চার বোন ও দুই ভাই। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। এ ছাড়া পরিবারে তার বাবা রয়েছেন।

বড় ভাই জুলহাস মিয়া জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে যান জসিম। এরপর থেকেই তারা নানা শঙ্কায় থাকতেন। তারা মনে করতেন এক পা কবরে দিয়ে রাখার মতোই কাজে আছেন তার ভাই।

তারা জানতেন তার ভাই জাতিসংঘের কোন একটা ঝুকিপূর্ণ মিশনে আছে।কিন্তু এতবড় দূর্ঘটনা হয়ে যাবে তা তারা ভাবেননি।


বিজ্ঞাপন
👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *