ভ্রমন মানুষের ক্লান্তি ও অবসাদ দূর করে

Uncategorized অন্যান্য


মিনহাজুর রহমান নোমানী ঃ মানুষ এক জায়গায় থাকতে ক্লান্তি বোধ করে, একঘেয়েমি চলে আসায় বিষণ্ণতা বোধ করে।

তখনই মানুষের মন একটু মুক্তি খোজে, খোঁজে একটা খোলা আকাশ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার জায়গা। ভ্রমন মানুষের ক্লান্তি ও অবসাদ দূর করে।

ভ্রমণের সবচাইতে উপভোগ্য হয় শীতকাল। গাড়ি নিয়ে দৈনন্দিন জীবনের বলয় থেকে বের হয়ে দূরে কোথাও ঘুরে আসতে মন সব সব সময় উকি দিয়ে থাকে।
প্রিয় ছোট ভাই এরশাদ সৌদি প্রবাসী একজন দক্ষ অভিক্ষ সংগঠক এই শীতে বিভিন্ন জায়গায় মায়ার মানুষদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এই কার গাড়িটি কিনা। নিরন্তর ভালোবাসা। শুভ কামনা রহিল। (মিনহাজুর রহমান নোমানীর টাইমলাইন থেকে নেওয়া)


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *