নড়াইলে প্রতিনীয়তই অবৈধ নসিমন করিমন ইজিবাইক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে চালকসহ পথচারী ও ছাত্র-ছাত্রী

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে প্রতিনীয়তই অবৈধ নসিমন করিমন ইজিবাইক
দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে চালকসহ পথচারী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী’রা আবারও নসিমন উল্টে চালক নিহত। নড়াইলের কালিয়া উপজলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠ বোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্ল্যা (৩০) নিহত হয়েছেন। (৩ ফেব্রুয়ারী) শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। রমজান বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে প্রত্যক্ষদর্শী’রা জানান,কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই পুকুরেই চালক মারা যান।পারিবারিক সূত্রে জানা যায়,রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে,প্রতিনীয়তই কালিয়া ও নড়াগাতীতে অবৈধ চলাচল করা নসিমন,করিমন,ইজিবাইক
দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে পথচারীসহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষর্থী’রা। এমন ভাবে অবৈধ যান চলাচলে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল হলেও নেই কোন ব্যবস্থা,প্রতিকার না হওয়ার কারনে অবৈধ যান চলাচলে মৃত্যুর সংক্ষা বেড়েই চলেছে। এখনই এসব অবৈধ যান চলাচল জেলা প্রশাসন বন্ধ না করলে থেমে থাকবে না এমন সড়ক দূর্ঘটনা,প্রতিনিয়তই পঙ্গুত্ব বরণ করছেন পথচারী’রা।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *