আবারও বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

বিনোদন

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির লাস্যময়ী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমার বাইরে কাজ করছেন বিজ্ঞাপনে। প্রায়ই তাকে বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হতে দেখা যায়।


বিজ্ঞাপন

আবারও নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই নায়িকা। চিপসের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন চাঁদ। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির চিত্র ধারণসম্পন্ন হয়েছে। অন্যদিকে ফারিয়া ‘লেইস চিপসের’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত রয়েছেন। তাদের হয়েই এই প্রজেক্টে কাজ করেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করি। চেষ্টা করি নতুন কিছু করার। এই কাজটিও ভালো হয়েছে। আশা করছি এবারের কাজটি সবার খুব ভালো লাগবে।


বিজ্ঞাপন

কলকাতার নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিতে আগামী ২৫ নভেম্বর কলকাতায় যাবেন ফারিয়া। এরপর ২৭ নভেম্বর ঢাকায় ফিরে ‘ঢাকা-২০৪০’ ছবির শুটিংয়ে যুক্ত হবেন। এছাড়াও আগামী ডিসেম্বরে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে যুক্ত হবেন তিনি। এরমধ্যে আবারও কলকাতায় পাড়ি জমাবেন ‘ভয়’ নামে শুটিংচলতি ছবির বাকি অংশের শুটিংয়ে অংশ নিতে।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *