‘আর্মি ক্যাপ’ পরে মাঠে কোহলিরা

ক্রিকেট খেলাধুলা

রাঁচির ঝারখন্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। দুই ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে থাকা বিরাট কোহলিরা নীল রঙা টুপি পরে নামেননি। আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছেন কোহলিরা।


বিজ্ঞাপন

সেনা যেমন পরে তেমনই জলপাই রঙের টুপি বিরাট, বুমরাদের হাতে তুলে দিলেন এম এস ধোনি। প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন ধোনি নিজেই। তাই ম্যাচ শুরুর আগে নিজ হাতে কোহলি-রোহিতদের আর্মি ক্যাপ তুলে দেন ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির এ ক্যাপ দেয়ার ভিডিও আপলোড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভিডিওতে লিখে দিয়েছে, ‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের স্মরণে টিম ইন্ডিয়া আজকে আর্মি ক্যাপ পরে খেলবে। এছাড়াও দেশের মানুষকে জাতীয় প্রতিরোধ ফান্ডের জন্য অনুদান দিতে অনুপ্রাণিত করাও ভারতীয় দলের লক্ষ্য। যাতে করে শহীদ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেয়া যায়।’


বিজ্ঞাপন

আর্মি ক্যাপ পরার বিষয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘এটা একটা বিশেষ ক্যাপ। আমরা এর মাধ্যমে পুলওয়ামাতে হামলার শিকার হয়ে নিহত সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানানোর এবং তাদের পরিবারের পাশের দাঁড়ানোর চেষ্টা করছি। আমি, ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেশের সবাইকে অনুরোধ করবো যেন সবাই ন্যাশনাল ডিফেন্স ফান্ডের জন্য যথাসাধ্য অনুদান দেন, যাতে করে নিহত সেনা সদস্যদের সন্তানদের পড়ালেখার কাজে তা ব্যয় করা যায়।’


বিজ্ঞাপন

প্রসঙ্গত, কাশ্মীরের পুুলওমায় গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ভারতে ৪৪ বেসামরিক সেনা নিহত হয়। এ হামলার দায় স্বীকার জঙ্গি গোষ্ঠী জইশ-ই মোহাম্মদ। তবে এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে ভারত। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *