বাগেরহাটের  শরণখোলায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ

 

নইন আবু নাঈম, (বাগেরহাট)ঃ তৃনমূল পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা শুরু হয়েছে। ১০ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৩নং মালিয়া রাজাপুর ওয়ার্ডে অনুষ্ঠিত প্রস্তুতি সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।


বিজ্ঞাপন

মালিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালাল আহমেদ রুমী। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল আকন, ইউপি সদস্য টিপু সুলতান।


বিজ্ঞাপন

রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ২নং দক্ষিণ রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

সভায় বক্তারা, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান এবং সকল ক্ষোভ ও দন্ধের অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জাতির জনকের কন্যার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *