তামিমের ভুল জায়গায় স্ক্যান!

এইমাত্র ক্রিকেট খেলাধুলা স্বাস্থ্য

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে অসুস্থের জন্যে চট্টগ্রাম পর্ব খেলা হচ্ছে না তামিম ইকবালেের। জ্বরের সাথে কুঁচকিতে চোট পেয়েছেন দেশ সেরা এই ওপেনার। কিন্তু পা নয় স্ক্যান করানো হয়েছে কোমরে।


বিজ্ঞাপন

জ্বর কমেছে ঠিকই, হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন তিনি। তবে কুঁচকির চোটের ব্যাপারে জানতে করানো সিটি স্ক্যানেই যত গড়মিল। দেশের অন্যতম বেসরকারি হাসপাতাল তামিমের কুঁচকি নয় স্ক্যান করে কোমরের।

রিপোর্ট দেখে এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এমন ঘটনায় বিসিবি চিকিৎসকের পাশাপাশি অবাক হয়েছেন তামিম ইকবালও। জানিয়েছেন পুনরায় করাতে হবে স্ক্যান। তাই মাঠে ফেরার প্রত্যাশিত সময়ের চাইতে লাগতে পারে দুই-একদিন বেশি সময়।


বিজ্ঞাপন
👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *