দক্ষিণ পরগণায় জমিয়ত উলামায়ে হিন্দের নির্বাচন সভা ভাঙ্গড়তে

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

কুতুব উদ্দিন মোল্লা, (দক্ষিণ পরগণা) :  বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার অন্তর্গত কাঁঠালিয়া তে।জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নির্বাচন সভা আয়োজন করা হয়। এদিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামায়ে হিন্দ সম্পাদক হাফেজ মাওলানা শওকত আলী , মাওঃ রহমাতুল্লাহ সাহেব, মুফতি আজিজুর রহমান, দেশ বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী,মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবুল বাশার , হাফেজ সাইফুদ্দিন , মুফতি আজগার।


বিজ্ঞাপন

ক্যাশিয়ার মাওলানা শাহনওয়াজ সহ প্রমুখ। জমিয়েত উলেমা হিন্দের রাজ্য সহ সভাপতি আলহাজ্ব মাষ্টার ক‌ওসার আলি সাহেব উপস্থিত দে নির্বাচন কমিটি গঠন হয়।এদিনের জমিয়ত উলামায়ে হিন্দের তরফে নির্বাচন সভা হয়।উক্ত সভায় আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জেলা কমিটি জমিয়ত উলামায়ে সভাপতি নির্বাচিত সভাপতি হন মাওলানা শামসুল হক সাহেব।

সহ-সভাপতি আবুল কাশেম রসুলি, সহ-সভাপতি মাওলানা আমীর আলী ,সেক্রেটারী হাফেজ মাওলানা শওকাত আলী কাসেমী, সহ সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ , নির্বাচিত সভা হয় , এছাড়াও বাকি সদস্যদেরকে অন্যান্য পদে নিয়োগ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *