করোনা: রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে যখন গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এই ভাইরাসের চিকিৎসায় ৬ ওষুধ তৈরি করেছে বলে দাবি রাশিয়ার।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ৬টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনা ভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোবাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১১ হাজার ৪০২ জন মারা গেছে। এই ভাইরাসে ১৮৫টি দেশ বা অঞ্চলের মোট ২ কোটি ৭৫ হাজার ৯৯৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও একজনের মৃত্যু ও ২০ জন আক্রান্ত হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *