এ৬ প্রো’র আয়োজনে পাবজি মোবাইল টুর্নামেন্ট উন্মোচন করলো অপো ইস্পোর্টস ক্লাব

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ খেলাধুলা জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : দেশের উদীয়মান গেমিং কমিউনিটির জন্য নতুন ও উদ্দীপনাময় অধ্যায় হিসেবে আনুষ্ঠানিকভাবে অপো ইস্পোর্টস ক্লাব উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস উদ্ভাবক অপো। এই উদ্যোগের প্রথম আয়োজন হিসেবে নতুন উন্মোচিত অপো এ৬ প্রো’র মাধ্যমে পাবজি মোবাইল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী গেমারদের একত্রিত করতে চায় অপো, যেখানে দক্ষতা, কৌশল ও প্রযুক্তি একত্রিত হবে।


বিজ্ঞাপন

টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা মোট ৩,০০,০০০ টাকা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার সুযোগ পাবেন; যা এটিকে সাম্প্রতিক মাসগুলোতে বহুল প্রতীক্ষিত মোবাইল গেমিং প্রতিযোগিতার মঞ্চ হিসেবে তুলে ধরেছে। প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন চলবে ১০-১৩ অক্টোবর, ১৪-২১ অক্টোবর পর্যন্ত চলবে কোয়ালিফায়িং রাউন্ড। কোয়ার্টারফাইনাল হবে ২৩ ও ২৪ অক্টোবর, সেমিফাইনাল ২৬ ও ২৭ অক্টোবর এবং গ্র্যান্ড ফাইনাল ও বিজয়ী ঘোষণা হবে ৩১ অক্টোবর। খেলোয়াড়রা অপো’র অফিসিয়াল ডিসকর্ড কমিউনিটি https://discord.gg/zU8TbkuEA থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এই ইস্পোর্টস অভিজ্ঞতার মূলে রয়েছে অপো এ৬ প্রো। গেমারদের জন্য অসাধারণ পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এই স্মার্টফোন এসেছে। এটি সুপারকুল ভিসি কুলিং সিস্টেমের কারণে দীর্ঘসময় খেললেও ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যাবে না। এর এআই লিঙ্কবুস্ট ৩.০ স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করবে, যা টানটান উত্তেজনার ম্যাচেও ল্যাগ-মুক্ত খেলার নিশ্চয়তা প্রদান করবে।


বিজ্ঞাপন

এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও আইপি৬৯-রেটেড ডিউরেবিলিটি সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থাতেও নিরবচ্ছিন্ন খেলার নিশ্চয়তা দেয়। ডিভাইসটির এআই-নির্ভর ডিসপ্লে, সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স এবং শক্তিশালী, অথচ স্টাইলিশ ডিজাইন অপো এ৬ প্রো’কে হাই-ইনটেন্স গেমিংয়ের জন্য যথার্থ করে তোলে।


বিজ্ঞাপন

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো ইস্পোর্টস ক্লাব উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের গেমারদের জন্য পেশাদার ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের লক্ষ্য। অপো এ৬ প্রো আমাদের খেলোয়াড়দের মতোই শক্তিশালী, সহনশীল ও যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। নতুন প্রজন্মের ইস্পোর্টস প্রতিভাদের সহায়তা করতে পেরে এবং তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”

অপো ইস্পোর্টস ক্লাব কেবল একটি টুর্নামেন্ট নিয়ে আসেনি, এটি বাংলাদেশের গেমিং সংস্কৃতিকে বিকশিত করার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী ভিশন। মোবাইল ইস্পোর্টসের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি, তরুণ প্রতিভাদের দক্ষতা প্রদর্শন ও খেলোয়াড়দের বিস্তৃত কমিউনিটির সাথে তাদের কানেক্টেড করতে প্রতিশ্রুতিবদ্ধ অপো।

প্রতিযোগিতা চলাকালে, এক্সক্লুসিভ লাইভস্ট্রিম, হাইলাইট ক্লিপ ও অপো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে ডিজিটাল কভারেজ দেখার সুযোগ পাবেন ফ্যানরা।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো, এর ব্র্যান্ড প্রপোজিশন ‘মেইক ইউর মোমেন্ট’ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ; যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও মানবিক সংযোগকে মিলিয়ে অর্থবহ অভিজ্ঞতা তৈরি করা হয়। ইস্পোর্টস ক্লাবের উন্মোচন এবং

শক্তিশালী এ৬ প্রো’র মাধ্যমে, গেমারদের ক্ষমতায়িত করা, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা ও মোবাইলে বিনোদনের জগতের সম্ভাবনাকে পুনঃসংজ্ঞায়িত করার ক্ষেত্রে সীমানাকে অতিক্রম করে যাচ্ছে অপো।

রেজিস্ট্রেশন ও আপডেটের জন্য অংশগ্রহণকারী ও ফ্যানদের অফিসিয়াল ডিসকর্ড কমিউনিটিতে https://discord.gg/zU8TbkuEA যোগ দেওয়ার আহবান জানানো হচ্ছে। একইসাথে রিয়েল-টাইম আপডেট, ম্যাচ হাইলাইট ও বিজয়ী ঘোষণার ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকে অপো বাংলাদেশকে ফলো করুন।

👁️ 99 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *