নোয়াখালীতে  ১২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় দুই সহোদর ধরাছোঁয়ার বাইরে   ;  পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি   (নোয়াখালী)  : নোয়াখালীতে ১২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় দুই সহোদর ধরাছোঁয়ার বাইরে। কোর্টের আদেশ পালনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন।


বিজ্ঞাপন

সরজমিনে তথ্য নিয়ে জানা যায়, নোয়াখালীর আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর আপন দুই ভাই শিবলী মির্জা ও হাসান মির্জা।

চেক ডিজঅনার (সিআর) মামলায় অর্থদণ্ড ও ১২বছর করে সাজাপ্রাপ্ত হলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের নাকের ডগায়।


বিজ্ঞাপন

তাদের প্রতিষ্ঠান আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ ও আল আমিন সুইটস এন্ড ক্রেকার্স লিমিটেড ২০০৩ সাল থেকে ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা থেকে বিনিয়োগ নেওয়া শুরু করে। বিনিয়োগ নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি টাকা পরিশোধে গড়িমসি শুরু করে।


বিজ্ঞাপন

বাধ্য হয়ে ব্যাংক অর্থঋণ আদালতে মামলার পাশাপাশি সিআর (চেকের) মামলা করে। এর মধ্যে ১২টি মামলার
আমলী আদালত নং-৩ নোয়াখলী এর সিআর মামলা নং-৩৯০/২১ এর (২টি), ৩৯১/২১ এর (২টি), ৩৯৪/২১ এর (২টি), ৩৯৫/২১ এর(২টি), ১৫৫/২২ (২টি) ১৫৬/২২ (২টি) রায় হয়েছে, যার প্রত্যেকটিতে ১বছর করে সাজা হয়েছে দুই ভাইয়েরই। পাশাপাশি কোর্ট থেকে ৩৬.১০ কোটি টাকা প্রদানেরও আদেশ হয়।

কিন্তু রহস্যজনক কারণে পুলিশের কর্মকর্তারা তাদেরকে গ্রেফতার করছেনা। পুলিশের এমন অবহেলা মূলক আচরণে সাধারণ জনগণ হতাশ হয়ে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে সাথেসাথে অতিবিলম্বে কোর্টের আদেশ পালনে পুলিশ দ্রুত পদক্ষেপ নিবে বলে আশা করে।

👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *