মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কতৃক নবিন বরন অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

গতকাল  ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটে কলেজ অডিটরিয়ামে পৌর ছাত্র শিবিরের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোর্শেদ আলম, উপজেলা জামাতের আমির মাওলানা শাহাদাত হোসেন, পৌর জামাতের আমির মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা মোঃ নাজমুল হাসান তাজিম, অনুষ্ঠানে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি ছাত্র-শিক্ষক সাংবাদিক কর্মচারী সহ ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন খানজাহান আলী শিল্প গোষ্ঠী । অনুষ্ঠান শেষে সকল ছাত্র-ছাত্রীদের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রশিবির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শুভেচ্ছা উপহার সামগ্রী ছাত্র-ছাত্রীদের প্রদান করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইডের উপর আলোচনা করেন। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়ে তুলবেন সে বিষয়ে বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনামূলক প্রদান করেন। এ সময় নবীন শিক্ষার্থীরা প্রধান অতিথিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তিনি ধৈর্য ধরে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

👁️ 309 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *