
অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে রবি মৌসুমের গম, সূর্যমুখী, শরিষা, মসুর, শীতকালীন পেয়াজ ও অড়হড় ফসলের প্রনোদনা কর্মসূচীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: লাভলী খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হাফিজা খানম। উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন সহ সাধারন কৃষক বৃন্দ। উপজেলায় বিনামূল্যে মোট ২ হাজার ৩শ” ৪০ জন কৃষককের মাঝে ৬ প্রকার বীজ বিতরণ করা হয়।

রবি মৌসুমের গম, সূর্যমুখী, শরিষা, মসুর, শীতকালীন পেয়াজ ও অড়হড় ফসলের মধ্যে যে কোনো একটি ধরনের বীজ প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষক পছন্দ করে জমিতে আবাদের জন্য কৃষি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
২ হাজার ১শ” জন কৃষক কে ১ কেজি শরিষা এবং প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

১শ” ১০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষককে ১ কেজি করে হাইব্রিড সূর্যমুখী’র বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষককে ৫ কেজি করে মসুরডালের বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষককে শীতকালীন পেয়াজ ১ কেজি করে ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষককে ২ কেজি করে অড়হড়ের বীজ ও ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সকল কৃষক কে দেওয়া বীজ ৩৩ শতক জমিতে আবাদ করতে পরামর্শ দিয়েছেন কৃষি অফিস। মোট ২ হাজার ৩ শ” ৪০ বিঘা জমিতে আবাদ করা যাবে।
