
সুমন হোসেন, (যশোর) : “কৃষিই সমৃদ্ধি” স্লোগানে অভয়নগরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গম ও সরিষা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের গ্রামতলা-কাদিরপাড়া মধ্যেবর্তী বুঝতলার আমতলায় তিন রাস্তার সংযোগ স্থলে ওই এলাকায় সরিষার আবাদ বৃদ্ধি করতে উঠন বৈঠক করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উঠন বৈঠক এর সার্বিক সহযোগিতা করেন একতারপুর-গ্রামতলা ইনস্টিটিউট যুব সংঘের সদস্যরা।

ওই এলাকার কৃষক মোঃ শামসুর রহমান এর কন্ঠে কোরআন তেলওয়াত করার মাধ্যমে উঠান বৈঠক আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ লাভলী খাতুন। উঠান বৈঠকে তিনি বলেন, রবি মৌসুমে রীলে পদ্ধতিতে ২ ফসলের জমিকে ৩টি ফসলে রুপান্তর করার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার বীজ ও সার জমিতে আবাদের জন্য করনীয় সম্পর্কে কথা বলেন। এ সময় এক শতাধিক কৃষক- কৃষাণী উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে সঠিকভাবে জমি চাষের প্রতিশ্রুতি দেন।

চলিশিয়া ইউনিয়নের একতারপুর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ডিপ্লোমা কৃষিবিদ হাফিজা খানম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার উজ্জ্বল কান্তি মল্লিক, পায়রা ব্লকের উপসহকারী কৃষি অফিসার শীমা বিশ্বাস।

উঠান বৈঠক অনুষ্ঠানের আলোচনা সভা শেষে একতারপু-গ্রামতলা ইনস্টিটিউট যুব সংঘের উদ্যেগে ১ শত টি আমের জোড় কলমের চারা গ্রামতলা থেকে কাদিরপাড়া যাওয়ার রাস্তার দুই পাশ্বে রোপন করা হয়েছে।
এর আগে ওই এলাকার কৃষকদের হাতে শরীষার বীজ ও সার তুলে দেন অতিথি বৃন্দ সহ সকল সেচ্ছাসেবক সদস্য। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আলামিন শেখ সাগর, মোঃ ফিরোজ মাহমুদ, এস. এম. মামুন, কৃষক সবুজ, বাবু, আরিফুল, আব্দুর রহমান, আব্দুল্লাহ, সাঈদ, হানিফ সহ প্রমূখ।
