মুফতি রায়হান জামিল বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের চরভদ্রাসন থানার এম.কে ডাঙ্গী গ্রামে গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন ফরিদপুর–৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। স্থানীয়দের সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লিখে উদ্যোগটির ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন

ঘোষণায় বলা হয়, ডেলিভারি–জনিত জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যেতে সমস্যায় পড়া গরিব গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। আপাতত একটি গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের মোবাইল নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে। চরভদ্রাসন উপজেলা হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে ফরিদপুর সদর হাসপাতালেও রোগী নেওয়ার ব্যবস্থা থাকবে।

মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গরিব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এ সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সামর্থ্য থাকা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন

স্থানীয় রেফায়েদুল ইসলাম সাজু বলেন, গ্রামীণ এলাকায় পরিবহন সংকটের কারণে অনেক সময় গর্ভবতী নারীরা ঝুঁকিতে পড়েন। এমন পরিস্থিতিতে এ ধরনের বিনামূল্যের গাড়ি সেবা তাদের জন্য আশীর্বাদ।


বিজ্ঞাপন

যদিও এখনো কেউ সেবা নেননি, তবে অনেকেই আগ্রহ দেখিয়েছেন এবং মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর আগে কেউ এমন উদ্যোগ নেননি বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন মুফতি রায়হান জামিল। এছাড়া ৮ নভেম্বর নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল আয়োজন এবং গভীর রাতে চাল–ডাল কাঁধে নিয়ে দরিদ্র মানুষের দ্বারে পৌঁছে দিয়েও তিনি আলোচনায় ওঠেন।

👁️ 362 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *