
নিজস্ব প্রতিবেদক : আজ শ্রমিক নেতা দিদারুল হকের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তার কবরে পুষ্পর্পণ করেন, গণতান্ত্রিক ফ্রন্ট,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পর্পণ শেষে দাঁড়িয়ে ১ মিনিট শোক নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়।

এছাড়া আগামীকাল দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এক বিশাল শোক সভা আগামীকাল বিকাল তিনটায় নোয়াপাড়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে।
সভাটি সভাপতিত্ব করবেন বাহারুল ইসলাম (বাহার), সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শাহ আলম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে থাকবেন চৌধুরী আশিকুল আলম এবং বক্তা হিসেবে থাকবেন প্রকাশ দত্ত। আশা করি আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে শোক সভাকে সফল্যমুন্ডিত করে তুলবেন।

মরহুম দিদারুল হক ছিলেন বারবার নির্বাচিত কার্পেটিং জুট মিলের নেতা, গণতান্ত্রিক ফন্টের যশোর জেলা সাবেক সভাপতি, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, নৌযান ফেডারেশনের অন্যতম নেতা। তিনি নোয়াপাড়া নৌ বন্দরের দায়িত্বে ছিলেন। তিনি রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নোয়াপাড়া বাজার কমিটির ও একজন সদস্য ছিলেন। তিনি তার সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে গিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে আজ কোরআন খতম ও মসজিদে-মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবার ও সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দিদারুল হকের জন্য দোয়া চেয়েছেন ।
এছাড়া পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ-মাহফিলের সাথে সাথে অসহায় দরিদ্রের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
