খুলনায় ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (খুলনা)  :  খুলনা বিভাগে সদ্য যোগদানকৃত ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নগর ভবনে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব আহমেদ।


বিজ্ঞাপন

সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নতুন যোগদানকৃত (শিক্ষানবিশ) সহকারী কমিশনারদের উদ্দেশ্যে আয়োজিত হয় বিশেষ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি। খুলনা সিটি কর্পোরেশনের গঠন, দায়িত্ব, প্রশাসনিক কাঠামো ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ নবনিযুক্ত কর্মকর্তাদের নগর ভবনে স্বাগত জানান। তিনি বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে খুলনা সিটি কর্পোরেশন খুলনা মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনসেবার ব্রত নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩ জন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার।


বিজ্ঞাপন

ওরিয়েন্টেশন কোর্সে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

কেসিসির সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, বাজার সুপারিনটেনডেন্ট শেখ শফিকুল হাসান দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদ, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো. ইমরুল হাসান, কর নির্ধারক মো. নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ্বাসসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানটি নতুন কর্মকর্তাদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা ও নগর ব্যবস্থাপনা সম্পর্কে একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

👁️ 45 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *