
কাজেই ইসলাম শুধুমাত্র মৌখিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সঠিক ইসলামের পন্থা অনুশীলনের মাধ্যমে একজন মানুষ আর্দশ, আক্বীদা ও আমল শিখবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করবে।

পীর ছাহেব কেবলা আরও বলেন, অন্ধ লোক যেভাবে অন্যকে পথ দেখাতে পারেনা, তেমনিভাবে বেআমল আলেম মানুষকে আলোর পথ দেখাতে পারে না। সমাজের মধ্যে বহু আলেম বিদ্যমান যারা শুধু কথায় কথায় ইসলামকে প্রসঙ্গ করে কিন্তু তাদের বাহ্যিক আমলে ইসলামের কোন প্রতিফলন নেই, তাদের মাধ্যমে হেদায়েতের পথ খুজে পাওয়া অসম্ভব।
এজন্য সমাজে হাদীর ভূমিকায় আসতে হলে হক্কানী আলেম তথা ইলম ও আমলের সমন্বয়ে নিজেকে প্রস্তুত করে সলফে সালেহীনের দেখানো মতাদর্শে অগ্রসর হতে হবে। তাহলেই ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে।

৯ জানুয়ারি শুক্রবার কুমিল্লা জেলার মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে দুইদিনব্যাপী ১১তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল ও জেলা জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ সম্মেলনের শেষদিন আখেরী মুনাজাতের পূর্বে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে ইসলামের বিভিন্ন বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি কাফিল উদ্দীন সরকার ছালেহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়ব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা শামসুল আলম মোহেব্বী প্রমূখ।
পরিশেষে বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা দুইদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত হাজার হাজার মুসুল্লিদের আমীন আমীন ক্রন্দনের ধ্বনীতে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে।
