নরসিংদীর শিবপুরে পরিবহনে অভিযান চলমান থাকবে—-সহকারী কমিশনার (ভূমি) শিবপুর

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার  ১৯ ডিসেম্বর, শিবপুর উপজেলার বাসস্ট্যান্ড, ইটাখোলা, কুন্দারপাড়া, চৈতন্যা, সৃষ্টিগড়সহ ঢাকা,সিলেট হাইওয়ে রোড এর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধাণ এর জন্য জনসাধারণকে সচেতন করা হয়।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মু,আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। মোঃ কোহিনুর মিয়া অফিসার ইনচার্জ,শিবপুর মডেল থানা সহ কর্তব্যরত অফিসার বৃন্দ।

এছাড়াও ইটাখোলা মোড়ে বিভিন্ন রুটে যাতাযাতকারী বেশ কয়েকটি গাড়ী চেক করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ ইং এর ৯২(১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৭ টি মামলায় ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মু,আব্দুর রহিম বলেন জনসাধারণ কে


বিজ্ঞাপন

সচেতন করার জন্য এমন অভিযান অব্যহত থাকবে। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন,শিবপুরে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সড়ক পরিবহন আইনে অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন
👁️ 62 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *