সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে গেলেন ছারছীনার পীর 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (বরিশাল) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ও শোকবইতে স্বাক্ষর ও শোকবার্তা পৌঁছে দিয়েছেন ছারছীনা দরবার শরফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে ছারছীনার পীর ছাহেব শোকবার্তা পৌঁছে দিতে ও সমবেদনা জানাতে যান।

এ সময় ছারছীনার পীর ছাহেব সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে পীর ছাহেব হুজুর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান ও তাঁর শোকবার্তাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করেন।


বিজ্ঞাপন

শোকবার্তায় তিনি বলেন, ““সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত, তিনি দেশ জাতি ও ইসলামের স্বার্থে যে খেদমত করে গিয়েছেন আল্লাহপাক তার উত্তম প্রতিদান প্রদান করুন, আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। এতদসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কান্ডারী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি।


বিজ্ঞাপন

আল্লাহপাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। “আমীন”॥

উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলার সদস্য মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ।
সাক্ষাৎ শেষে ছারছীনার পীর ছাহেব শোক বইতে স্বাক্ষর করেন।

👁️ 69 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *