পটুয়াখালী ভার্সিটিতে জিয়া উর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

জাকির হোসেন হাওলাদার, (পটুয়াখালী) : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অদ্য বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ইউট্যাব,জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান,জিয়া পরিষদ পবিপ্রবি’র কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।সভা পরিচালনা করেন ড.এবিএম সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন

।প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,” শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।


বিজ্ঞাপন

তার মত আদর্শবান রাজনীতিবিদ বর্তমানে বড়ই অভাব। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি কাজ করে গেছেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

শুরুতে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আবদুল কুদ্দুস।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *