খাগড়াছড়ির  পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি)  :  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া ও মধ্যনগর এলাকায় পৃথক পৃথকভাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্যনগর কেন্দ্র কমিটির উদ্যোগে এসব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আল আমিন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান।


বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. ইদ্রিছ আলী, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ভোটাররা।


বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা ও হেফজখানার পরিচালক মাওলানা মো. জাকারিয়া এবং মধ্যনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তমিজ উদ্দিন।

মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *