
নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৪ জানুয়ারি, সন্ধ্যায় ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন কুসুমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ (১) মোঃ সাব্বির হোসেন (৩৫) এবং (২) মোঃ আমানুল্লাহ (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, র্যাব-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন কুসুমবাগ এলাকার একটি বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ র্যাব-৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোঃ সাব্বির হোসেন (৩৫) এবং (২) মোঃ আমানুল্লাহ (২৭)’কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৩২,৭৫,০০০/-(বত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

আমামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কক্সবাজার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরীর শাহ আলী থানাসহ আশ পাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। এছাড়াও উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
