সিএমপি’র চকবাজার থানার অভিযানঃ ধারালো ছোরাসহ ছিনতাইকারী গ্রেফতার

অপরাধ চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : ০৫/১২/২০২০ তারিখ রাত ০২:৩০ ঘটিকার সিএমপি’র চকবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে চকবাজার থানার টিম চকবাজার থানাধীন তেলিপট্টি মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি ছোরাসহ সৌরভ উদ্দিন বাপ্পা প্রকাশ বাপ্পারাজ (২৯) কে গ্রেফতার করেন। সৌরভ উদ্দিন বাপ্পা প্রকাশ বাপ্পারাজ (২৯) নামে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 16 News Views