স্বামীর পরকীয়ায় স্ত্রীকে নির্যাতন

অপরাধ

নীলফামারী পুলিশের আইনি সহযোগিতা প্রদান


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : স্বামীর পরকীয়ায় বাধা দিলে স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সৈয়দপুর থানা, নীলফামারী পুলিশের আইনি সহযোগিতা প্রদান।

(ছদ্মনাম) মোছাম্মদ বিউটি বেগম, স্বামীঃ (ছদ্মনাম) আরাফাত হোসেন, গ্রামঃ চিকলি নিজ বাড়ি, থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী।


বিজ্ঞাপন

উক্ত নারী (১১জুলাই/২০২১) তারিখ সময় ১২ঃ৩০ ঘটিকা নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সৈয়দপুর থানা,নীলফামারীতে এসে কাঁদতে কাঁদতে তিনি কর্তব্যরত নারী অফিসারের নিকট জানান যে সাত বছর আগে প্রেমের সম্পর্ক করে তিনি বিয়ে করেছেন।


বিজ্ঞাপন

কিন্তু প্রেমের সম্পর্ক করে বিয়ে করলেও তার স্বামী সব সময়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এতদিন তিনি মুখ বুজে সব কিছু সহ্য করেছেন।

ঘটনার সূত্রপাত তার স্বামী (ছদ্মনাম) আরাফাত হোসেন,গত (১০ জুলাই/২০২১) তারিখ দুপুর ০৩ ঘটিকার সময় পরকীয়া জনিত কারণে অন্য মেয়েদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলায় তিনি স্ত্রী (ছদ্মনাম) মোছাম্মদ বিউটি বেগম নিষেধ করলে একপর্যায়ে কথা কাটা-কাটি সহ তার স্বামী তাকে মারপিট করে।

এমন অভিযোগের ভিত্তিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্তব্যরত নারী অফিসার বিষয়টি মনোযোগ সহকারে শোনেন। এবং অফিসার ইনচার্জ সৈয়দপুর থানা’কে অবহিত করেন । অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে থানায় কর্তব্যরত এসআই জনাব তৈমুরকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

 

 

 

👁️ 13 News Views