নড়াইলে পাঁচটি চোরাইকৃত ইজিবাইকসহ চোর চক্রের ১জন গ্রেফতার

অপরাধ

মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে ইজিবাইক চোর চক্রের একজনকে গ্রেফতার করে পাঁচটি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া ফেরীঘাট এলাকা থেকে চোর চক্রের সদস্য বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের রসুল ভূঁইয়ার ছেলে মিলন ভূঁইয়াকে একটি ইজিবাইকসহ আটক করা হয়।

পরে মিলন ভূঁইয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার তেরোখাদা থেকে আরও ৪টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় ৬ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 9 News Views