নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুর ( নেত্রকোনা) থানার মামলা নম্বর ৬(১)২০২১ধারা ৩০২/৩৪ পেনালকোড এর এজাহার-নামীয় মূল আসামি আব্দুস সামাদ ওরফে সমেদ (৪৬) পিতা-মৃত আক্তার হোসেন, সাং- দাখিনাইল,থানা-দূর্গাপুর, জেলা- নেত্রকোনাকে মামলার আই/ও এসআই মোঃ ইমদাদুল বাশার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতরাতে গ্রেফতার করেন। আসামিকে সিআইডি কার্যালয়ে এনে ডিসিষ্ট শাহেদ আলী (৫০)কে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

👁️ 5 News Views
